জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ মার্চ: কবিতার জন্য পদযাত্রা করলেন কবিতাপ্রেমী মানুষেরা। মঙ্গলবার বিশ্ব কবিতা দিবসে মেদিনীপুরে এই পদযাত্রার আয়োজন করেছিলেন শহরের এক ঝাঁক তরুণ কবি। এদিন সকালে পঞ্চুর চকে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করার পর কবিতা পাঠের মধ্য দিয়ে পদযাত্রার সূচনা হয়।
‘কবিতার জন্য হাঁটুন’ ব্যানার সামনে রেখে গান্ধী মূর্তি ও এলআইসি চক এলাকা ঘুরে বিদ্যাসাগর হল প্রাঙ্গণে নজরুল মূর্তির সামনে পৌঁছে ফের কবিতা পাঠের মধ্য দিয়েই পদযাত্রা কর্মসূচি শেষ হয়। শহরের কবিতাপ্রেমীরা ছাড়াও শহরের অনেক সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ গ্রহণ করেন। কবিতার প্রতি মানুষের আগ্রহ ফেরাতেই এই পদযাত্রার আয়োজন বলে আয়োজক তরুণ কবিরা জানিয়েছেন।