পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: “রক্ত দান জীবন দান, পাঁচটি মিনিট করলে খরচ চারটি জীবন বাঁচে”, এই মন্ত্রকে পাথেয় করে আজ ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর শহর মন্ডল -২ এর উদ্যোগে ভারত কেশরী ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহরের রাঙ্গামাটি এলাকায়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সমিত মন্ডল, জেলা মহিলা সভানেত্রী পারিজাত সেনগুপ্ত, সহ সভাপতি শঙ্কর গুছাইত, মন্ডল সভাপতি বিথীকা চৌধুরী, সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রত্যেক বক্তাই বক্তব্যের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে আলোচনা করেন। রক্তদানের মতো সামাজিক কর্মসূচির মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আজকের এই কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন এবং এই কর্মসূচিতে নবীন প্রজন্মের ছেলেমেয়েরা রক্তদানে এগিয়ে এসেছে।