সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ মে: এবার এক সবজি বিক্রেতার শরীরে মিলল করোনার সংক্রামণ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার দিগ্রা মালিক বেরিয়া গ্রামের ৫৩ বছর বয়সী বৃদ্ধের শরীরে মিলল করোনার উপসর্গ।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দেড় মাস আগে থেকে জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়ে বারাসাত হাসপাতালে ডাক্তার দেখান এবং ওষুধ খাওয়ার পর কিছুটা সুস্থ হন। গত ২৫ তারিখ ওই সবজি বিক্রেতার শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বারাসাত হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে ২৬ তারিখ এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয় রক্তের নমুনা পরীক্ষার জন্য। নমুনা পরীক্ষা করার পর বাড়িতে চলে আসেন তিনি। বৃহস্পতিবার সবজি বিক্রেতার রক্ত পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ওই আক্রান্তকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির পরিবারে ১২ জন সদস্যকে হোম কোয়ায়েন্টাইনে পাঠানো হয়।

