সোনামুখী থানার এক অনন্য নজির, গাড়ি চালকদের চক্ষু পরীক্ষা করে দেওয়া হলো চশমা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ মার্চ: শান্তিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিজেদের নিয়োজিত রাখার পাশাপাশি মানবিক ও সমাজ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাঁকুড়ার সোনামুখী থানা। কর্তব্যরত পুলিশ কর্মীরা রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির চালকদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করে। চক্ষু পরীক্ষার জন্য আয়োজন করা হয় শিবিরের। সেখানে গাড়ির চালকদের চক্ষু পরীক্ষা করিয়ে কয়েকজনকে চশমাও দেওয়া হয়।

এপ্রসঙ্গে এক পুলিশ কর্মী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকার কারণে আমরা সমাজিক কাজে যোগ দিতে পারি না, কিন্তু আমাদের এ বিষয়ে ষোলোআনা ইচ্ছে থাকলেও সুযোগ পাই না। তাই কাজের ফাঁকেই আমরা সামাজিক কাজে আত্মনিয়োগ করি।

পুলিশের এই মানব দরদী কর্মকান্ডে যেমন অভিভূত গাড়ির চালকরা, অপরদিকে সোনামুখীর অধিবাসীরাও তারিফ করেছেন এই কাজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *