পার্থ খাঁড়া, আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: এবার জীবনদায়ী ওষুধে জিএসটি বাতিল সহ একগুচ্ছ দাবিতে রাজ্য সম্মেলন আয়োজন করতে চলেছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। আগামী শনিবার ও রবিবার দুদিনের রাজ্য সম্মেলনে প্রায় আড়াই হাজার সদস্য অংশ নেবে। দুই বছর কোভিড বিপর্যয়ের সময়ে সম্মেলন হয়নি ইউনিয়নের। তাই এবার একইসঙ্গে ৪৭ ও ৪৮তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোৎ স্মৃতি সদনে।
মূলত কোচবিহার থেকে বকখালি, বাঁকুড়া থেকে হাওড়া সমস্ত জেলার ইউনিয়নের সদস্যরা উপস্থিত হবেন এই সম্মেলনে। সম্মেলনের আগে বর্ণাঢ্য শোভার একটি র্যালিও হবে আগামীকাল। শুক্রবার মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরের ফেডারেশন হলে একটি সাংবাদিক বৈঠকে জানান সংগঠনের সম্পাদক জয়ন্ত পাঁজা।