পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় সোমবার বিকেলে মেদিনীপুর শহরের জেলা পরিষদ হল প্রাঙ্গনে আয়োজিত হল দুই দিনের পিঠে পুলি উৎসব।

এদিন এই পিঠে পুলি উৎসবের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী এ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ ও ক্ষুদ্র কুটির শিল্প কর্মাধ্যক্ষ শৈবাল গিরি, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, মহকুমাশাসক সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের হাতে নানা ধরনের পিঠে তৈরী করে এখানে বিক্রি করবে মোট ১৫ টি স্টলে। শহরবাসী নানা ধরনের পিঠের স্বাদ গ্ৰহণে ব্যস্ত হয়ে পড়েছে।

