আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ ফেব্রুয়ারি: বোমায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। জখম আরও এক। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম নিউটন শেখ (৩৭)। বাড়ি বীরভূমের মাড়্গ্রাম থানার হাসপাতাল পাড়ায়। ঘটনাটি ঘটেছে, মাড়গ্রাম হাসপাতাল পাড়ায়।
শনিবার রাতে ৮ টা নাগাদ তাকে বাড়ির কাছে দুষ্কৃতীরা লক্ষ্য করে ছোঁড়া বোমায় মৃত্যু হয় নিউটনের। জখম লাল্টু শেখ মাড়গ্রাম ১ নম্বর পঞ্চায়েত প্রধান ভুটু শেখের ভাই। ঘটনার পরেই উভয় পক্ষের বোমাবাজিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিউটনের স্ত্রী ফিরদৌসি বিবি বলেন, “আমার স্বামীকে জহির শেখ, আইনাল শেখ, সফিক শেখ, সুজাউদ্দিন শেখরা খুন করেছে। রাত্রি আটটা নাগাদ স্বামীকে বোমা মারার খবর পায়। ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। আমি ওদের শাস্তি চাই। ওরা কংগ্রেস করে। আমার স্বামী তৃণমূল করত। রাজনৈতিক কারনেই স্বামীকে খুন করেছে।”
ঘটনার খবর পেয়ে এলাকায় যান তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, ২ নম্বর ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়, হাঁসন কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, বোলপুর সাংসদ অসিত মাল। পুলিশ এখনও পর্যন্ত সুজাউদ্দিন সহ ছয় জনকে গ্রেফতার করেছে।