জলপাইগুড়িতে তৃণমূল কর্মীকে ছুরি মারার অভিযোগ নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ জুলাই: ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালা পাড়া এলাকায়। বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী সমলেন্দু রায়ের অনুগামীদের হাতে ছুরিকাহত হল সক্রিয় তৃণমূল কর্মী জাহাঙ্গীর আলম ওরফে রবি।

এলাকার ১৮/২৩০ বুথের তৃণমূল প্রার্থী ১৮৫ ভোটে বিকাশ বসাক জয়ী হয়েছেন ভোটে। বুধবার সন্ধেয় এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী জাহাঙ্গীরকে পেয়ে খুন করার চেষ্টা করে নির্দল প্রার্থীর কয়েকজন অনুগামী বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায়। এরপর নির্দল প্রার্থীর অনুগামীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে কোতোয়ালি থানায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে জখম তৃণমূল কর্মীর পেটে ছুরির আঘাত লাগে। তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নির্দল প্রার্থী সমলেন্দু রায়কে আটক করে ঘটনাস্থল থেকে।

জয়ী তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী বিকাশ বসাক বলেন, “তৃণমূলের হয়ে কাজ করেছে জাহাঙ্গীর, এর জন্য ছুরি মেরে খুন করা চেষ্টা। আমরা এলাকায় শান্তি চাই। পুলিশ এসেছে।”

পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *