জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুন: দিঘার সুমুদ্রে স্নানে নেমে তলিয়ে পর্যটকের মৃত্যু। গতকাল বারাসাত থেকে একটি পর্যটকের দল দিঘায় বেড়াতে আসে। আজ দুপুরে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নামেন দত্তপুকুর এলাকার বাসিন্দা রতন সামন্ত (৩৫) সঙ্গে স্ত্রী ও পাঁচ বছরের বাচ্চা। এমন সময় রতন স্নান করতে করতে গভীর সমুদ্রে চলে যান ঘটনাটি দেখতে পান তার দলের অন্যান্যরা। তড়িঘড়ি করে রতন বাবুর স্ত্রীকে উদ্ধার করতে পারলেও রতন নিখোঁজ হয়ে যায়।
দীর্ঘ সময় পর দিঘার পুলিশ প্রশাসন নজরদারি চালানো শুরু করে, স্পিড বোর্ডও নামানো হয়। শেষমেষ জোয়ারের তোড়ে রতনের দেহ পাড়ে ভেসে আসলে নুলিয়ারা উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বারবার সমুদ্রস্নানে নেমে পর্যটকের মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় প্রশাসনের নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন পর্যটকরা।
দিঘার সৈকতে প্রচুর সংখ্যক নুলিয়া নিয়োগ করা হলেও সঠিক নজরদারির অভাব থাকায় মৃত্যুর মিছিল ঠেকানো যাচ্ছে না দিঘার সমুদ্রে।