আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে গাড়ি উল্টে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
জানাগেছে, কেশপুর ব্লকের সরষেখোলা গ্রাম থেকে একটি পিকআপ ভ্যানে করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন তৃণমূল কর্মী সমর্থক মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় এসেছিলেন। ফেরার সময় সাড়ে চারটে নাগাদ আমকচি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে যায়। দুর্ঘটনায় ২৫ জন আহত হন। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন।