গোপীবল্লভপুরে ৭০০ বছরের প্রাচীন গিলাকাঁটিয়া মদনমোহন জীউ মন্দিরে রাস উৎসব উপলক্ষে শুরু হল তিন দিনের হরিনাম সংকীর্তন

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ নভেম্বর: গোপীবল্লভপুরের ৭০০ বছরের প্রাচীন গিলাকাঁটিয়া মদনমোহন জিউ মন্দিরে রাস উৎসব উপলক্ষে শুরু হল তিন দিনের হরিনাম সংকীর্তন ও নারায়ণ সেবা কর্মসূচি। প্রথম দিন থেকেই উৎসবে মাতলেন এলাকার অসংখ্য ভক্ত।

জানাগেছে, গোপীবল্লভপুরের গিলাকাঁটিয়া মদনমোহন জিউ মন্দির ৭০০ বছরের প্রাচীন হলেও রাস উৎসব উপলক্ষে মন্দিরের এই হরিনাম সংকীর্তন ও নারায়ণ সেবা কর্মসূচি এবছর তৃতীয় বছরে পদার্পণ করল। জানা গেছে, গোপীবল্লভপুরের এই গিলাকাঁটিয়া মন্দিরের এলাকাটি যখন ওড়িশার ময়ূরভঁঞ্জ রাজার অন্তর্গত ছিল তখন গিলাকাঁটিয়া মদনমোহন জিউ স্থাপন করেন তৎকালীন ময়ূরভঁঞ্জের কোনো এক ভুঁইঞা রাজা। পরবর্তী সময়ে আজ থেকে প্রায় তিনশো বছর আগে গোপীবল্লভপুর এলাকায় বর্গি আক্রমণ হওয়ায় পরবর্তী ময়ূরভঁঞ্জ রাজা উদয় দাস ভুঁইঞা গিলাকাঁটিয়া মন্দিরের মদনমোহন জিউয়ের বিগ্রহ সুরক্ষিত রাখতে মন্দির থেকে সরিয়ে নেন।তার পর থেকে মন্দিরটি এতদিন ভগ্নপ্রায় অবস্থায় ছিল। কিন্তু সদ্য বছর তিনেক আগে প্রাচীন ওই মন্দির সংস্কার করার উদ্যোগ নেন স্থানীয় গ্রামবাসীরা। সেই থেকে সংস্কার করা মন্দিরে ফের নিত্য পুজোর পাশাপাশি শুরু হয়েছে রাস উৎসব।

সেই মতো এবছরও গিলাকাঁটিয়া মদনমোহন জিউ মন্দিরে রাস উৎসব উপলক্ষে গতকাল স্থানীয় শ্যামতরঙ্গী বাঁধ থেকে শোভাযাত্রা সহকারে স্থানীয় মহিলারা জল নিয়ে আসেন। তারপর সন্ধে থেকে হরিনাম সংকীর্তন ও প্রতিদিন দশ হাজার করে ভক্তের নারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *