Tathagata, Hindu, “ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আপনার জন্য”, ফের সতর্কতা তথাগতর

আমাদের ভারত, ২৯ জুলাই: “পশ্চিমবাংলার হিন্দু, মন দিয়ে ভিডিওটি দেখুন। বার বার দেখুন। এবং বুঝবার চেষ্টা করুন, কী ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আপনার জন্য।” এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

আগে বিভিন্ন সময় মুসলিমদের হাতে হিন্দুদের নির্যাতন নিয়ে প্রকাশ্য মন্তব্য করেছেন তথাগতবাবু। রংপুরে হিন্দুদের ওপর অত্যাচারের খবর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি সংবাদমাধ্যমে সম্প্রতি সম্প্রচার করা হয়েছে। সেটি শেয়ার করেছেন সায়ন চক্রবর্তী।

২ মিনিট ২৬ সেকেন্ডের সেই ক্লিপিং সহ তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “এটা আশ্চর্যের কিছু নয়। ইসলামি ধর্মশাস্ত্র মতে কাফের (মূর্তিপূজক) দের এরকম করা জায়েজ (অনুমোদিত), এমনকি ফরজ (অবশ্যকর্তব্য)। এবং আমাদের গান্ধী- নেহরু- বামপন্থী- মমতার মতে এর বিরুদ্ধে আপনার আত্মরক্ষা করার অধিকার নেই। করলেই আপনি সাম্প্রদায়িক। এবার নিজেই সিদ্ধান্ত নিন কী করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *