আমাদের ভারত, হুগলী, ৮ মে: ডানকুনিতে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে পারডানকুনি এলাকায় এমএসবিডি কাস্টিং কারখায় আগুন লাগে। ওই কারখানায় প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হত। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি গুদামে।
স্থানীয়রা জানান, এদিন ভোর ৪টে নাগাদ আগুন লাগে। কারখানায় আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দেন তাঁরা। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ।
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। কিন্তু ৫টি ইঞ্জিনের ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও দুটি ইঞ্জিন। দুপুর পর্যন্ত চলে অগ্নিনির্বাপণের কাজ।