বিলকান্দায় গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন, ভিতরে আটকে ৪ জন, আনাহল অত্যাধুনিক রোবট

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৭ মে: বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গেঞ্জি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড।
ঘটনাস্থলে দমকলের ১৪ টি ইঞ্জিন বুধবার গভীর রাত থেকে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ করছে। আগুন পাশের একটি ওষুধের গোডাউনে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন কর্মী কারখানার ভেতর আটকে রয়েছে বলে দাবি করছেন কারখানা কর্তৃপক্ষ। এতটাই ভয়াবহ যে আগুন নিয়ন্ত্রণে আনতে আনা হলো অত্যাধুনিক প্রযুক্তির রোবোট। বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের একটি গেঞ্জির কারখানায়। ঘটনাস্থলে রয়েছেন দমকলমন্ত্রী।

বুধবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা প্রথম কারখানাতে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় বাসিন্দারাই দমকল ও নিউ ব্যারাকপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের কর্মীরা। গতকাল গভীর রাত থেকে বৃহস্পতিবার ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। কারখানাটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘক্ষণ আগুন জ্বালার ফলে কারখানার বিল্ডিং টি প্রচন্ড গরম হয়ে যায় ফলে কারখানা ভেতরে ঢুকে আগুন নেভানো সম্ভব হচ্ছিল না দমকল কর্মীদের পক্ষে।

অবশেষে একটি অত্যাধুনিক প্রযুক্তির রোবোট আনা হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই রোবোটটি অনায়াসে ভেতরে ঢুকে আগুন নিভিয়ে দিতে সক্ষম। ফলে দ্রুত কারখানার ভেতরে ঢুকতে পারবে দমকল কর্মীরা। আর কেউ আটকে আছেন কি না তাও দেখা সম্ভব হবে, বলে জানান দমকল আধিকারিকরা।

ছবি: রোবটের সাহায্যে আগুন নেভানোর প্রস্তুতি চলছে।
এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি দমকল আধিকারিকদের সাথে কথা বলেন। তিনি জানান, ভেতরে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। কারখানার ভেতরটা এতটাই গরম হয়ে রয়েছে যে তার ফলে ভেতরে যাওয়া যাচ্ছে না। তাই দমকল বিভাগের নতুন সংযোজন আগুন নিয়ন্ত্রণে আনতে রোবোট আনা হয়েছে। যেটি সহজেই কারখানার ভেতরে ঢুকতে পারবে।

তবে লক ডাউন চলা কালীন কি করে কারখানা চলছিল সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *