স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৯ জুলাই: এবার নাইরোবি ফ্লাই আক্রমণের শিকার দশ মাসের এক শিশু। আক্রমনকারী নাইরোবি ফ্লাই বা অ্যাসিড মাছিটি ধরে অসুস্থ শিশুসহ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এলেন শিশুর পরিবার। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আক্রান্ত শিশুকে। পোকাটি দেখে সেটা যে নাইরোবি ফ্লাই তা জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জে।
শনিবার রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামের বাসিন্দা প্রদীপ দাস ও পলাশি দাসের দশ মাসের শিশুকন্যাকে আচমকাই একটি পোকা তার পেটে কামড়ে দেয়। শিশুর চিৎকার শুনে মা পলাশি দেবী ছুটে এসে বিষাক্ত পোকাটি ধরে ফেলেন। এরপর তিনি তার অসুস্থ হয়ে পড়া শিশুকন্যাকে নিয়ে ছুটে আসেন রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুর বাবা প্রদীপ দাস বিষাক্ত ওই অ্যাসিড পোকাটি সাথে করে নিয়ে আসেন হাসপাতালে। শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শিশুটির মা জানান, হাসপাতালে আজ শিশু বিভাগে ডাক্তার নেই, তাই বাইরে কোথাও দেখাতে বলেছে।

রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রজত দেবনাথ জানিয়েছেন, শিশুর পরিবারের ধরে আনা পোকাটি নাইরোবি ফ্লাই বা অ্যাসিড পোকাই ছিল। এদিকে উত্তর দিনাজপুর জেলাজুড়ে একের পর এক অ্যাসিড পোকার হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

