আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ মে: রহড়া থানার অন্তর্গত রুইয়া এলাকায় কৌটো বোমা ফেটে মৃত্যু সতেরো বছরের এক কিশেরের। মৃতের নাম সেখ সাহিল। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
অন্যান্য দিনের মতো আজ সকালে সেখ সাহিলের দাদু টিন ভাঙ্গা, লোহা ভাঙা কুড়াতে পাতুলিয়ার আজমতলায় রহড়া থানার পেছন দিকের মাঠে যান। সেখানে আবর্জনার স্তূপ পরিষ্কার করতে গিয়ে একটি কৌটো দেখতে পান।
তারপর সেই কৌটো অন্যান্য জিনিসের সঙ্গে বালতি করে বাড়িতে নিয়ে আসেন। দেখতে সুন্দর সেই কৌটৌটি নাতি শেখ সাহিলকে দেন। খেলাচ্ছলে শেখ সাহিল বাড়ির সামনে ল্যাম্পপোস্ট সেটা ছুড়ে মারাতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে রক্তাক্ত অবস্থায় শেখ সাহিল মাটিতে লুটিয়ে পড়ে। আশংকাজনক অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে আহত শেখ সাহিল(১৭)কে। তাকে প্রথমে ব্যারাকপুর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান তার অবস্থার অবনতি হলে তাকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকরা শেখ সাহিল কে মৃত ঘোষণা করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। রহড়া থানার পাশে মাঠে বোমা কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। থানার পাশে এরকম ঘটনা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।