সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: এবারে কিশোরদের হাতে চলে এলো আগ্নেয়াস্ত্র। খেলার ছলে গুলি লেগে আহত হল এক কিশোর। রোজই গুলি বোমার ঘটনা ঘটছে এই জেলায়। কখনও ব্যারাকপুর, কখনও হাবড়ায়। আর এবারে শুট আউটের ঘটনার খবর পাওয়া গেল ঠাকুরনগরে।
রবিবার ভরদুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। এই ঘটনায় তারই তিন বন্ধুকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ। কী কারণে গুলি চলল তার তদন্তে নেমেছে পুলিশ। তবে স্থানীয়দের অনুমান নির্জন এলাকায় নিয়ে গিয়ে পরিকল্পনা করে গুলি চালিয়েছে ওই কিশোর। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম বিদ্যুৎ ব্যাপারী। বয়স ১৭ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুরে ঠাকুরনগরের চিকনপাড়া এলাকায় আচমকাই গুলি চলে। সেই গুলি লাগে বিদ্যুৎ নামে এক কিশোরের পেটে। তাকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতির কারণে বিদ্যুৎকে কলকাতায় স্থানান্তর করে চিকিৎসকরা। এই ঘটনায় ইতিমধ্যে কিশোরের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
ধৃত কিশোরদের কাছ থেকে জানা গিয়েছে, ওই আগ্নেয়াস্ত্র নিয়ে খেলা করছিল তারা। সেই সময় অসাবধানতাবশত গুলি চলে যায়। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। শুট আউটের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ভরদুপুরে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার তৃণমূল নেতা নরত্তম বিশ্বাস বলেন, এযাবৎ কাল কখনও এমন ঘটনা এই অঞ্চলে ঘটেনি। তবে নির্জন এলাকায় এমন ঘটনা মেনে নেওয়ার মতো নয়। তাই পুলিশকে বলব ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হক।
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ছোট ছোট ছেলেদের হাতে আজ আগ্নেয়াস্ত্র কীভাবে এলো? কারা এই অস্ত্র তাঁদের হাতে দিল পুলিশ তার তদন্ত করলেই বোঝা যাবে। এদের পেছনে কারা আছে তার সঠিক তদন্ত আমরা চাই।