অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ জুলাই:
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল গোপীবল্লভপুর ১নং ব্লকের শাশড়া অঞ্চলের হুমটিয়ার এক কিশোরী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত কিশোরীর নাম সঙ্গীতা রানা, বয়স আনুমানিক ১৪ বছর। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাওদাওয়া শেষে ঘুমিয়ে ছিল সঙ্গীতা। আজ সকালে ঘুম থেকে উঠে সঙ্গীতার ঠাকুমা রান্নাঘরে গিয়ে নাতনী ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর ঠাকুমার চিৎকার শুনে সকলে ছুটে যায়। এরপর তাকে তড়িঘড়ি গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত হয় গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুরের থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে যায়।

