নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ ফেব্রুয়ারি:
রথযাত্রার প্রচারে এবার রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ১৩- ই ফেব্রুয়ারি কলকাতায় আসছেন তিনি। কলকাতা থেকে ঐ দিন তিনি চলে যাবেন বীরভূমে। সেখানেই রথ যাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন যোগী আদিত্যনাথ।
প্রসঙ্গত, বিজেপির পরিবর্তন যাত্রাতে প্রধান মুখ অমিত শাহ ও জেপি নাড্ডা। কিন্তুু বীরভূমে পরিবর্তন যাত্রাতে এক ঝাঁক কেন্দ্রীয় নেতা নিয়ে আসছেন বিজেপি নেতৃত্ব। টানা পাঁচদিন বীরভূমে রথযাত্রা কর্মসূচি নিয়েছে বিজেপি। বীরভূমের তারাপীঠ থেকে আগামী ৯ -ই জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রথযাত্রার উদ্বোধন করবেন। ১০ – ই ফেব্রুয়ারি বীরভূমের রথযাত্রা কর্মসূচিতে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে রথযাত্রা কর্মসূচিতে থাকছেন রাজ্য বিজেপি নেতা রহুল সিংহ। ১০- ই ফেব্রুয়ারি বীরভূমের সাঁইথিয়াতে রথযাত্রার কর্মসূচিতে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। ১১-ই ফেব্রুয়ারি অনুব্রত মন্ডলের দুর্গ লাভপুরে রথযাত্রা করবেন সায়ন্তন বসু ও শুভেন্দু অধিকারী। ঐ একই দিনে সিউড়িতে রথযাত্রা কর্মসূচিতে আসছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও লকেট চট্টোপাধ্যায়। ১২- ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও শুভেন্দু অধিকারী দুবরাজপুরে রথযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। শুভেন্দু অধিকারীও দু’দিন থাকছেন বীরভূমের রথযাত্রায়। তার মধ্যে একদিন থাকবেন স্মৃতি ইরানির সঙ্গে।
সবশেষে ১৩- ই ফেব্রুয়ারি দলের পরিবর্তন যাত্রাতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকছেন কট্টরপন্থী বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাঢ় বঙ্গের জেলা বীরভূমকে আগে থেকেই টার্গেট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই জেলার দুটি লোকসভার বিধানসভাগুলিকে নিয়ে আলাদা আলাদা কৌশল ঠিক করেছেন বিজেপির ভোট ম্যানেজাররা। তাই একুশের বিধানসভা নির্বাচনের শুরুতেই অনুব্রত মণ্ডলের জেলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সেই জন্যই বীরভূমের বীরভূমের রথযাত্রা কর্মসূচিতে রাজ্য বিজেপির সব প্রথমসারির মুখ এই পরিবর্তন যাত্রায় পাঠাচ্ছে মুরলীধর সেন লেন। পাশাপাশি মোদীর মন্ত্রিসভার দুই সিনিয়ার কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আসছে দিল্লি।

