মেদিনীপুরের বটতলা চক এলাকায় চালু হলো সুপার স্পেশালিটি ক্লিনিক ও তথ্য কেন্দ্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: আজ পশ্চিম মেদিনীপুরের বটতলা চক এলাকায় ওড়িশার ভুবনেশ্বর উৎকল হাসপাতালের উদ্যোগে কেজি অ্যাডভান্সড মেডিকেয়ার এবং ডায়াবেটিস ইনস্টিটিউট মেদিনীপুরের সহযোগিতায় সুপার স্পেশালিটি ক্লিনিক এবং তথ্য কেন্দ্র চালু হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজিস্ট বিভাগের ডঃ ব্রহ্মানন্দ শতপতি, প্রোগ্রেসিভ রুরাল প্র্যাকটিসনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডঃ দিলীপ পান, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উৎকল হাসপাতাল ভুবনেশ্বরের জেনারেল ম্যানেজার সুবাস চন্দ্র পতি, পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের ড: আর এন প্রধান, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট
ব্যক্তিগণ।

এই হাসপাতাল উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের জন্য বিশেষ সুবিধা দিতে শুরু করেছে। বিভিন্ন বিশেষজ্ঞের সিনিয়র চিকিৎসকরা প্রতি মাসে ক্লিনিকে আসবেন এবং পশ্চিমবঙ্গের জনগণকে পরামর্শ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *