আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ নভেম্বর: ফেসবুকে সবাইকে বিদায় এই কথা লিখে নিজের ঘরে গলায় চাদর দিয়ে আত্মহত্যা স্কুল শিক্ষকের, কারণ নিয়ে ধন্দে পরিবার।
ঘটনাটি অশোকনগর থানার খেজুরতলা এলাকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যক্তি অলকেশ রায়চৌধুরী প্রাইমারি স্কুল শিক্ষক। বাড়ি হাবরা থানা এলাকায় হলেও চারদিন বয়স থেকে নিজের পিসির বাড়ি অশোকনগরে মানুষ। সেখানেই বড় হওয়া পরবর্তীতে স্কুল শিক্ষক এবং বিয়ে। নিজের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে।
পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছে, শুক্রবার তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে চলে যায় অলকেশ। রাত দুটো নাগাদ প্রতিবেশী এক যুবতী অলকেশের ফেসবুক আইডি থেকে পোস্ট হওয়া “বিদায় সবাইকে, লেখা দেখে সাথে সাথে পাড়ার সবাইকে নিয়ে ছুটে আসেন শিক্ষক আলোকেশের বাড়িতে। পরিবারের লোকদের ডাকাডাকি করাতে কোনো সাড়া না মেলায় দরজা ভেঙ্গে দেখা যায় গলায় চাদর দিয়ে ফ্যানের সাথে ঝুলছে আলোকেশ। সাথে সাথে অশোকনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ নামিয়ে হাবরা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।
শনিবার দেহ ময়নাতদন্তের জন্য বারাসাত পাঠানো হয়েছে। কি কারণে এই আত্মহত্যা করল পেশায় শিক্ষক অলকেশ সেই কারণ নিয়ে ধন্দে রয়েছে পরিবার। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার প্রতিবেশী মধ্যে অলকেশবাবুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছে না স্কুল পাড়াও।