সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৩ সেপ্টেম্বর: ফের নৃশংস ধর্ষণকাণ্ড। উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ। ঠাণ্ডা পানীয়র মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে ছাত্রীকে অচেতন করে তাকে গণধর্ষণ করে দুই যুবক। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। ইতিমধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শ্যামল দাস ও মিলন সরকার।
পুলিশ ও পরিবার সূত্রের খবর, ছাত্রী বাবার সঙ্গে বনগাঁ থানা এলাকায় এক আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত টা নাগাদ ওই পরিবারে এক যুবক ও তাঁর বন্ধু পাশের একটি ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি খালপাড়ে নিয়ে গিয়ে ঠাণ্ডা পানীয়র মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে বলে অভিযোগ।
রাত বাড়তেই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে ওই ছাত্রীকে। এরপর তাঁকে পাশের একটি খালপাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফিরলে ওই ছাত্রী ঘটনার কথা বাড়িতে খুলে বলে। গভীর রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে বনগাঁ থানার পুলিশ রাতেই শ্যামল দাস ও মিলন সরকার নামে দুই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।