সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: ট্রেনের ধাক্কায় এক দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ-রানাঘাট শাঁখার গোপালনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রের নাম অভিক গাঙ্গুলি (১৮)। গোপালনগর
রায়পুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর একটা নাগাদ গোপালনগ রামচন্দ্রপুর এলাকায় বনগাঁ রানাঘাট শাখার আশপাশের প্রতিবেশীদের একটি মৃত দেহ দেখতে পায়। মৃতদেহ দেখে এলাকার বাসিন্দারা শনাক্ত করে, রায়পুরের ১৮ বছরের যুবক অভিক গাঙ্গুলির দেহ এটি। এলাকার মানুষের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে যুবকের। যুবকের কানে হেডফোন ছিল বলে জানিয়েছে এলাকার মানুষ।
মৃত যুবকের মা মিলি গাঙ্গুলি জানিয়েছেন, সকাল সাতটায় ছেলে বাড়ি থেকে বেড়িয়ে। ছিল বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতেই এলাকার মানুষ জানায় রেললাইনের পারে একটি দেহ পড়ে রয়েছে সেটি অভিকের দেহ। ছেলে মোবাইলে গেম খেলত বলে জানিয়েছেন মা। তবে কি করে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তা বুঝতে পারছে না পরিবারের লোকেরা। ঘটনাস্থলে বনগাঁ জিআরপিএফ।