R G Kar, Netherlands প্রতিবাদের ঝড় নেদারল্যান্ডসে–ও, ইউরোপ জুড়ে আন্দোলন তীব্র করার পরিকল্পনা

আমাদের ভারত, নেদারল্যান্ডস, ২২ আগস্ট: কলকাতার আর জি কর হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সামিল নেদারল্যান্ডসের প্রবাসীরা। গত ১৪ই আগস্ট রাতে তারা একত্রিত হয়েছিলো আমস্টারডাম সেন্ট্রালে।

ওই রাতে আমস্টারডাম সেন্ট্রাল থেকে মোমবাতি মিছিল করে প্রতিবাদীরা পায়ে পায়ে এগিয়ে চলেন ড্যাম স্কোয়ারে। সেদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেদারল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে বাঙালি, অবাঙালি এমনকি বেশ কিছু ডাচ পরিবার সহ প্রায় একশো জন একত্রিত হন মাত্র কয়েক ঘণ্টার জনসংযোগে।

নেদারল্যান্ডসের সংবেদনশীল বাঙালীরা এই জমায়েতের মাধ্যমে এরকম বিভৎস ও ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং কর্মক্ষেত্রে তথা সর্বত্র মহিলাদের সুরক্ষার দাবিতে গর্জে ওঠেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে যখন পশ্চিমবঙ্গ তথা দেশের সর্বত্র মানুষ “উই ওয়ান্ট জাস্টিস” বলে সোচ্চার তখন এখানকার প্রবাসী বাঙালিরাও তাদের ফেলে আসা নিজের শহরের মেয়ের জন্য, তাদের নিজের শহরের ডাক্তারের জন্য একই রব তুলেছেন, আর দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছেন। মিছিল চলাকালীন ডাচ পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে, তবে মিছিলে প্রচুর মহিলা ও শিশুদের উপস্থিতি ডাচ পুলিশকে আশ্বস্ত করেছিল যে এই প্রতিবাদ হিংসাত্মক নয়।

দোষীদের চরম শাস্তি না হওয়া পর্যন্ত নেদারল্যান্ডের বাঙালিদের এই আন্দোলন থামবে না বরং প্রতিবাদ আরো তীব্রতর করতে ইউরোপের অন্যান্য দেশের বাঙালিদের সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামার পরিকল্পনা চলছে।

ভারতবর্ষে নারী সুরক্ষা ও সমানাধিকারের শপথ গ্রহণের মধ্যে দিয়েই নেদারল্যান্ডের বাঙালি diaspora এবছর স্বাধীনতা দিবসকে স্বাগত জানালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *