অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ ফেব্রুয়ারি: গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে উদ্বোধন হল শ্রীপাট গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর পূর্নাবয়ব মূর্তি। এদিন শোভাযাত্রা সহকারে মূর্তির আবরণ উন্মোচন করেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দানগি সরেন, শ্রী পাট গোপীবল্লভপুরের ষোড়ষ গাদিশ্বর মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেবগোষ্মামী।

উল্লেখ্য, বৈষ্ণব ধর্মপ্রাণ গোপীবল্লভপুরবাসীর প্রাণ পুজ্য মহাপুরুষ হলেন রসিকানন্দ মহাপ্রভু। এখানকার মানুষজন রসিকান্দ মহাপ্রভুকে নব চৈতন্য অবতার হিসাবে পুজো করে আসেন।কথিত আছে, সুবর্ণরেখা নদীর তীরে প্রায় চারশো বছর আগে শ্রীপাট গোপীবল্লভপুর এবং গুপ্ত বৃন্দাবন প্রতিষ্ঠা করেন। যা আজ এলাকার মানুষ নয় পুরো দেশের মানুষ একটি অন্যতম বৈষ্ণব তীর্থস্থান বলে মনে করেন। এরকম গোপীবল্লভপুরের প্রতিষ্ঠাতা রসিকানন্দ মহাপ্রভুর পূর্নাবয়ব মূর্তি স্থাপনের দাবি দীর্ঘদিনের ছিল স্থানীয় মানুষজনের। আর সেই দাবিকে মান্যতা দিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হাতিবাড়ি মোড়ে মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়। যার আনুষ্ঠানিক উন্মোচন হল গোপীবল্লভপুরের মহন্ত শ্রী কৃষ্ণকেশবানন্দ দেব গোস্বামী ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রের হাত ধরে।


