অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার উদ্যোগে ২০১৬ সালে প্রথম ৩৫ জন ছাত্র ছাত্রীদের বিনামূল্যে কোচিং সেন্টারের শুরু হয়েছিল। এখন প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী এই কোচিং সেন্টারে পড়াশুনা করে। আজ সেই ১০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে নয়াবাসান স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোপীবল্লভপুর থানার উদ্যোগে।
প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মোট ১২টি প্রতিযগিতা মূলক খেলার আয়োজন করা হয়েছিল। খেলার শেষে প্রতিটি খেলার প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকারী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি। সাব ইন্সপেক্টর পার্থসারথি দে, তারক নাথ মন্ডল ও অন্যান্য পুলিশ কর্মীরা। প্রশাসনের এরূপ মহৎ কাজ দেখে এলাকার মানুষজন আপ্লুত।