বাংলাদেশ থেকে ২১৬৫ জন পুণ্যার্থী নিয়ে বিশেষ ট্রেন এল মেদিনীপুরে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি : দুই বাংলার মিলন ক্ষেত্র মেদিনীপুর। উরুষ মেলা উপলক্ষে আজ ভোরে বাংলাদেশ থেকে পুণ্যার্থী নিয়ে বিশেষ ট্রেন এসে পৌঁছালো মেদিনীপুর স্টেশনে। সুফি সাধক হযরত সৈয়দ শাহ্ মুরশেদ আলী আলকাদেরী-র ১২২ তম উরুষ উৎসব উপলক্ষে আজ সকালে বাংলাদেশ থেকে ২১৬৫ জন পুণ্যার্থী নিয়ে একটি ট্রেন মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছেছে। করোনা অতিমারির কারণে গত দু’বছর এই ট্রেন আসা বন্ধ ছিল, এই বছর তা পুনরায় চালু হল।

উল্লেখ্য, বড় হুজুর ‘মওলা পাক’- এর এই উরুষ উৎসবে গত ১২০ বছর ধরে বাংলাদেশ থেকে পুণ্যার্থীদের নিয়ে একটি ট্রেন মেদিনীপুরে আসে, প্রতি বছরের ন্যায় এই বছরও সেই ট্রেনটি আজ সকালে মেদিনীপুর স্টেশনে এসে পৌঁছেছে। ১৩৬০ বঙ্গাব্দের ৪ঠা ফাল্গুন সুফি সাধক ‘মাওলা পাক’ দেহত্যাগ করেন, তাঁর স্মরণে মেদিনীপুরের জোড়া মসজিদে এই উরুষ উৎসব পালন করা হয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর প্রচুর সংখ্যক ভক্ত ছড়িয়ে রয়েছে।

মাওলা পাকের প্রতি শ্রদ্ধা জানাতে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পুণ্যার্থী এই সময়ে জোড়া মসজিদে এসে উপস্থিত হন এবং মওলা পাকের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *