আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে: তামিলনাড়ুর কাটপাডি থেকে বাঙালি শ্রমিক এবং দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগী ও রোগীর আত্মীয়দের নিয়ে আজ প্রথম একটি বিশেষ ট্রেন প্রবেশ করল পশ্চিমবঙ্গে। দক্ষিণ ভারতে আটকে থাকা এইসব যাত্রীদের নিয়ে ট্রেনটির গন্তব্যস্থল হাওড়া হলেও খড়্গপুরের হিজলী স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে তাদের পানীয় জল এবং শুকনো খাদ্যদ্রব্য দেওয়া হয়েছে।
লকডাউনে আটকে থাকা শ্রমিক এবং রোগী ও রোগীদের আত্মীয়-পরিজনরা দীর্ঘদিন পর বাড়ি ফিরতে পেরে রেল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান। ট্রেনটি হিজলী স্টেশনে এক ঘন্টা থাকার পর হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের যাত্রীদের মধ্যে দক্ষিণ ভারতে যাওয়া হুগলী, হাওড়া, দুই ২৪ পরগনা, বর্ধমান এবং কলকাতার শ্রমিক এবং রোগী ও রোগীর আত্মীয়রা ছিলেন।