আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ জানুয়ারি: বহরমপুর শহরে হতে চলেছে ৩১ তম পিএসি বৈঠক। শনিবার কলকাতা থেকে বিশেষ ট্রেনে বহরমপুর স্টেশনে এসে পৌঁছলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী সহ সাংসদ ও আধিকারিকরা। PAC কমিটির বৈঠকের প্রস্তুতি পর্ব এখন শেষ পর্যায়ে।
এই প্রথম PAC কমিটির বৈঠক বসতে চলেছে বহরমপুরে। বহরমপুরে ১১, ১২ ও ১৩ জানুয়ারি এই বৈঠক হবে। তারই প্রস্ততি শুরু হয়েছে বহরমপুরের একটি বেসরকারী হোটেলে। পিএসি বৈঠক উপলক্ষে সাজানো হয়েছে বহরমপুরের ওই বেসরকারী হোটেলটি। এদিন জেলা পুলিশ কর্তা এবং পুলিশ কর্মীরা হোটেলে তল্লাশি অভিযান থেকে শুরু করে পুলিশ কুকুর দিয়েও তল্লাশি অভিযান চালান। যাতে কোনও নাশকতা মূলক ঘটনা না ঘটে।