আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: উরুষ উৎসবে যোগ দিতে পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুর শহরে পৌঁছেছে বাংলাদেশের একটি বিশেষ ট্রেন। ১১৯ তম উরুষ উৎসবে যোগ দিতে সোমবার সকালে মেদিনীপুর শহরের মাওলা পাকে পৌঁছায় তীর্থযাত্রীবাহী বাংলাদেশের বিশেষ ট্রেনটি। প্রতিবছর ফাল্গুন মাসের চতুর্থ দিনে বাংলাদেশি তীর্থযাত্রীরা শান্তির বার্তা নিয়ে মেদিনীপুর শহরে উরুষ উৎসবে যোগ দিতে আসেন। এবছর বাংলাদেশের এই বিশেষ ট্রেনটিতে মোট ২২১৯ জন তীর্থযাত্রী এসেছেন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন ১২২০ জন এবং মহিলা ৯৯৩ ও শিশু ১০৬ জন। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেনটি ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ১৭ তারিখ রবিবার সকাল ৬ টায় মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মে তীর্থযাত্রীবাহী এই ট্রেনটি পৌঁছায়।
প্রতি বছরের মতো এবারও ১৭ এবং ১৮ তারিখ মেদিনীপুর শহরের মিয়াবাজার জোড়া মসজিদের মাওলা পাকের উরুষ উৎসবে যোগ দেবেন তারা। ১৮ই ফেব্রুয়ারি রাত্রিবেলায় তারা দেশে ফিরে যাওয়ার জন্য রওনা দেবেন। সোমবার সকালে বাংলাদেশের এই বিশেষ ট্রেনটি মেদিনীপুর স্টেশনে পৌঁছানোর পর মেদিনীপুর শহর মুসলিম কমিটি, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের ফুল ও মিষ্টি দিয়ে স্বাগত জানান। করোনার বিষয়টি মাথায় রেখে পুণ্যার্থীদের উপর স্বাস্থ্য দপ্তরের নজরদারি ছিল। সেই সঙ্গে জেলা গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারও নজরদারি ছিল। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যাতে কোনো রকম প্রভাব বা উত্তেজনা না ছড়ায় সেজন্য কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল।