বনগাঁ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর তদন্তে জেলা স্বাস্থ্য  দফতরের বিশেষ টিম

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুলাই: চিকিৎসায় গাফিলতি ও হাসপাতাল কর্মীদের অসহযোগীতার কারণে রোগীর মৃত্যু। তারই পূর্ণাঙ্গ তদন্ত করতে হাসপাতালে এলেন জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ প্রতিনিধি দল। শনিবার রাতে উত্তর ২৪ পরগণার বনগাঁ মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি ও অসহযোগীতার অভিযোগ ওঠে। আর এই কারণেই হাসপাতালের বাইরে এক ব্যক্তির মৃত্যু হয়। বনগাঁর বাসিন্দা মাধব নারায়ণ দত্তের মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।

মঙ্গলবার সাড়ে ১১টা নাগাদ জেলা স্বাস্থ্য দফতরের তিনজনের একটি প্রতিনিধি দল তদন্তে করতে আসে বনগাঁ মহকুমা হাসপাতালে। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। মাধববাবুর মৃত্যুর কারণ তদন্ত করতে চিকিৎসক ও ওয়ার্ডের নার্সদের সঙ্গে কথা বলেন। মাধববাবুর কি ভাবে চিকিৎসা করা হয়েছিল বা অক্সিজেন দেওয়া হয়েছিল কি না, তিনি হাসপাতালের বাইরেই বা গেলন কি করে এই সব নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ঘটনাস্থল ক্ষতিয়ে দেখেন। এমনকি অ্যাম্বুলেন্স 
পরিষেবার ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছিলসেই সমস্ত দিকগুলো এদিন খতিয়ে দেখেন তারা। তবে প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের 
সামনে কিছু বলেননি। 

বনগাঁ হাসপাতালে সুপার শংকর কুমার মাহাতো বলেন, প্রতিনিধি দল সমস্ত দিকগুলো খতিয়ে দেখে জেলা সিএমওএইচ ও রাজ্য 
স্বাস্থ্য দপ্তরে রিপোর্ট জমা দেবেন এবং সেই মতো যদি কোনও রকম গাফিলতি থাকে তবে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *