সাথী দাস, পুরুলিয়া, ১৪ জুন: জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে পুরুলিয়ার পুঞ্চা বাজারে আয়োজিত হল কুমার মেয়েদের কলস যাত্রা। আজ পুঞ্চা গ্রামের কাছে কাঁসাই নদী থেকে ১০৮ জন কুমারী জগন্নাথ দেবের জয় ধ্বনি দিয়ে জল তুলে তা পুঞ্চা বাজারের কৃষ্ণ মন্দিরে আনে শোভাযাত্রার মধ্য দিয়ে। এরপর সেখানে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের বিশেষ স্নানযাত্রা।
জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথি হল জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। আর এই তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এবার এই তিথি শুরু হয়েছে সোমবার রাত ৯টা বেজে ৪ মিনিট থেকে। আজ ১৪ জুন মঙ্গলবার সন্ধে ৫ টা ২২ মিনিটে শেষ হচ্ছে তিথি। এই সময়ের মধ্যে মহাপ্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহ বেদীতে এনে ১০৮ টি কলসির জলে স্নান করানো হয়।
পুরুলিয়া শহরের কাছে সরবাগান এলাকায় জগন্নাথ দেবের মন্দিরে স্নান যাত্রা উৎসব পালন করা হল। ২০১৪ সালে গোপালমোড় সরবাগানে প্রতিষ্ঠিত এই মন্দিরের অধ্যক্ষ তথা সেবক ভক্ত গোবিন্দ দাসের কথায় প্রতিষ্ঠা বছর থেকেই এই মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা ও রথ যাত্রা এই দুটি উৎসব মহা ধূমধামের সঙ্গে পালিত হয়।
জেলার জয়পুরে সত্তর বছরের ধরে চলে আসা আচার রীতি মেনে জগন্নাথ- বলরাম- সুভদ্রার বিগ্রহে স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। জয়পুর চটি পাড়ার স্থায়ী হরি মন্দিরে সর্ব্বজনীন এই পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া পুরুলিয়ায় বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা পূজার্চনা হয়।