আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ আগস্ট: সামনেই পবিত্র মহরম উৎসব। কোভিড ১৯- এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে মহরম উৎসব সুষ্ঠ ভাবে পালন করার জন্য মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সালার থানার উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত, সালার পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মহঃ আজাহার উদ্দিন সিজার মিঞা সহ স্থানীয় মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যক্তিরা। সামাজির দূরত্ব বজায় রেখে এবং সুষ্ঠভাবে এই মহরম উৎসব পালন করাই একমাত্র লক্ষ্য সালার থানার পুলিশের।

