পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার শ্রীনগরের নারায়ণপুুর এলাকায় আজ সকালে ঘাটাল- রামজীবনপুর রাজ্য সড়কে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, আজ সকালে রামজীবনপুর থেকে ঘাটাল যাওয়ার সময় ওই বাসটি নারায়ণপুর এলাকাতে একটি গাড়িকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ধাক্কা মারে। ঐ সময়ে চায়ের দোকানটি খালি থাকায় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। আহত বাস-যাত্রীদের পুলিশ এবং স্থানীয় মানুষ উদ্ধার করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে।

