আমাদের ভারত, বালুরঘাট, ৬ ডিসেম্বর: উদ্বোধনের আগেই বালুরঘাট পৌরসভা নির্মিত যাত্রী প্রতিক্ষালয় থেকে উধাও বসার চেয়ার। শহরের বুকে এমন দুষ্কৃতী তাণ্ডবে শোরগোল সর্বত্র। পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরে এমন ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে শহরের নিরাপত্তা। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের পুরসভা কর্তৃপক্ষের। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
শহরবাসীর সুবিধার্থে বালুরঘাট থানামোড় থেকে রঘুনাথপুর পর্যন্ত রাস্তার ধারে ধারে বেশ কিছু যাত্রী প্রতিক্ষালয় নির্মাণ করে পুরসভাকর্তৃপক্ষ। যেগুলি উদ্বোধন না হলেও যথেচ্ছভাবে ব্যবহার করছে পথচলতি মানুষ। শহরের চকভবানী এলাকায় অবস্থিত এমন একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে তিন তিনটি স্টিলের চেয়ার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। চকভবানী পুলিশ ফাঁড়ির সামনে ঘটে যাওয়া এমন ঘটনায় কিছুটা প্রশ্নের মুখে পড়ে বালুরঘাট থানার পুলিশের ভূমিকা। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরসভা কর্তৃপক্ষ।
বালুরঘাট পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অতনু মণ্ডল জানিয়েছেন, উদ্বোধন না হলেও মানুষ সেগুলি ব্যবহার করছে। চেয়ার চুরির ঘটনা জানবার পরেই তা নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।