অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম,৩ আগস্ট: স্কুল শেষে ঘুরতে এসে কংসাবতী ক্যানেল পড়ে মৃত্যু হল এক পার্শ্বশিক্ষকের। নিহত শিক্ষকের নাম অমিত ঘোষ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্ৰামের বিনপুরের সাতবাঁকি এলাকায়।
মঙ্গলবার সাতবাঁকি এলাকার একটি বেসরকারি স্কুলের ৮ জন শিক্ষক কংসাবতী নদী তীরবর্তী এলাকায় ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তারা পিকনিক করেন। পিকনিকের সময় এক শিক্ষক ক্যানেলের জলে স্নান করতে যান সেই সময় কংসাবতীর জল হঠাৎ করে বাড়তে থাকায় ওই শিক্ষক জলে তলিয়ে যান। প্রায় ৪ ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন ওই শিক্ষক।

খবর দেওয়া হয় বিনপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একসময় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য, প্রায় ৪ ঘন্টা হয়েগেছে উদ্ধারের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।কংসাবতী ক্যানেলে জল ছাড়ায় জলের তোড়ে ব্যবস্থা নিতে পারেনি। ঘটনা স্থলে বিপর্যয়জয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা এসে খোঁজা শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ সকালে তার মৃতদেহ ভেসে ওঠে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

