আমাদের ভারত, দিঘা, ২৩ ফেব্রুয়ারি: সমুদ্রে স্নান করতে নেমে বছর ৪০ এর এক পর্যটক গুরুতর আহত হয়। আজ নিউ দিঘার মেরিনা ঘাটে স্নান করতে নেমে পাথরে ধাক্কা লেগে মাথা ফেটে যায় পর্যটককের। পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় স্নান করতে নামে এই আহত যুবক।
গুরুতর আহত যুবককে নুলিয়ারা উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহত যুবকের নাম পিন্টু দলাই। বয়স বছর ৪০। আহত যুবকের বাড়ি হাওড়া জেলার বাগনান থানার রূপাসগড়ি গ্রামে। ৬৫ জনের একটি দলের সাথে বাস রিজার্ভ করে আজকেই দিঘায় ঘুরতে এসেছিল যুবকটি।