আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ জানুয়ারি: বুধবার বিকেলে মুর্শিদাবাদের লালবাগের সদরঘাটে নৌকায় গঙ্গা পারাপার হতে গিয়ে চারচাকার গাড়ির সঙ্গে গঙ্গাবক্ষে তলিয়ে গেল এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ডুবুরি নামিয়ে গাড়ি উদ্ধার করল পুলিশ প্রশাসন। যদিও এখনও পর্যন্ত নিখোঁজ প্রাইমারি স্কুলের শিক্ষক মিলন সেখ।
তাঁর পরিবারের সদস্য আজাদ সেখ জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার মেলাশ্রী গ্রামের বাসিন্দা মিলন সেখ। বুধবার বিকেলে কান্দিতে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগদান করতে এসেছিলেন তিনি। তারপর তিনি ভগবানগোলায় বাড়ি ফিরছিলেন। লালবাগ সদর ঘাটে নৌকাতে গাড়ি তোলার সময় নৌকা থেকে গাড়ি পড়ে যায়। সেইসময় শিশুকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান মিলন সেখ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডুবুরি নামানো হয়নি ও খোঁজা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি এই একই জায়গায় আর একটি দুর্ঘটনা ঘটে। তলিয়ে যায় আস্ত একটি গাড়ি। তার রেশ কাটতে না কাটতেই ফের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের কাছে একটি ব্রিজের দাবি করে আসলেও সেই কাজ সম্পূর্ণ না হওয়ার কারণেই বারবার ঘটছে এরকম দুর্ঘটনা। বুধবার বিকেলে গাড়িটি নিয়ে পারাপার হওয়ার সময় গাড়িটি গঙ্গাবক্ষে তলিয়ে যায়। যদিও ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে গাড়িটিকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ব্যক্তির এখনও কোনও খোঁজ না মেলায় ক্ষুব্ধ এলাকাবাসীরা।
নিখোঁজ মিলন সেখের সন্ধান না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলছেন তারা।