আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ জুলাই: চাকরির টোপ দিয়ে ৫৬জন যুবতীকে পাচারের ছক করেছিল পাচারকারীরা। এনজেপি থেকে যুবতীদের উদ্ধার করে পাচারকারী এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) কোর্টে তোলা হয়। যুবতী পাচারকারী সন্দেহে গ্রেফতার হওয়া মহিলার নাম চন্দ্রিমা কর। শিলিগুড়ির ড্রাবগ্রাম মেন রোডের রাধা গোবিন্দ পল্লির বাসিন্দা। অপরজন যুবক হলেন জিতেন্দ্র কুমার পাসওয়ান। নর্থ চব্বিশ পরগণার ভোট পাড়ার বাসিন্দা। এদিন ধৃতদের আদালতে তুলে পুলিশ সাত দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানায়। বিচারক ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “যুবতীদের কাজের প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছিল এই অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।” ডুয়ার্স সহ বিভিন্ন জায়গায় যুবতীদের তামিলনাড়ুর ব্যাঙ্গালোরে চাকরির প্রলোভন দেখানো হয়েছিল। সেই প্রলোভন দেখিয়ে মোট ৫৬জন যুবতীর হাতে ট্রেনের কোচ ও সিট নম্বর লিখে দেওয়া হয়। এরপর এনজেপি থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস করে বিহারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে। এই পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করল পুলিশ।