শোভা যাত্রায় অযোধ্যার রাম মন্দিরের প্রতিরূপ পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৩০ মার্চ: শোভা যাত্রায় অযোধ্যার রাম মন্দিরের প্রদর্শন। অভিনব শোভাযাত্রায় হাজার হাজার ভক্তদের ঢল নামল পুরুলিয়ায়। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে জেলা পুরুলিয়াতেও রাম নবমীর শোভাযাত্রায় সামিল হলো ভক্তরা।

পুরুলিয়া শহরের গোসালা মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হয়। রামচন্দ্র, হনুমানের মূর্তি এবং অযোধ্যার রাম মন্দিরকে তুলে ধরা হয়েছে এই শোভাযাত্রায়। রাম নবমী উপলক্ষ্যে জেলাজুড়ে শোভা যাত্রা শুরু হল। ডিজে নিয়ে উন্মাদনা দেখা যায় শোভাযাত্রায়। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিভিন্ন রাস্তা একমুখী করে দেওয়া হয়। শহরের ভেতরে ভারী যান চলাচল স্থগিত রাখে পুলিশ।

এদিকে শোভা যাত্রায় বিজেপি বিধায়ক, নেতাদের উপস্থিতিকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “বিজেপির মতো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। সব ধর্মের মানুষের উৎসবে এবং সারা বছর বিভিন্ন সময় অসময়ে মানুষের সঙ্গে থাকি আমরা। শুধু শোভা যাত্রায় নিজেদের শোভাবর্ধন করি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *