একদিনে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলায়

জে মাহাতো, আমাদের ভারত, পাশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: মঙ্গলবার রাতে প্রকাশিত জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট পশ্চিম মেদিনীপুরে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ১৯৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে মেদিনীপুর শহর ও শহরতলিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। শালবনী থেকে আটজনের সংক্রমণের খবর পাওয়া গেছে। এছাড়াও দাসপুর, পটাশপুর, খড়গপুর গ্রামীণ, লালগড় এবং পিংলা থেকেও ৮ জনের করোনা সংক্রমণের খবর জানানো হয়েছে।

মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার ৫ জন পুলিশ কর্মী করোনায় সংক্রামিত হয়েছেন। তবে তাদের তেমন কোনও উপসর্গ নেই বলে জানাগেছে। শহরের খয়রুল্লাচক, সিপাই বাজার, বকশি বাজার, সঙ্গত বাজার ও শরৎপল্লি থেকে সংক্রমণের খবর এসেছে বলে জেলা স্বাস্থ্য ভবন সূত্রে জানাগেছে। মেদিনীপুর শহর সংলগ্ন গুড়গুড়িপাল এলাকার ৬ জন যুবকের শরীরে করোনা ভাইরাসের জীবাণু ধরা পড়েছে। সবং ব্লকে আক্রান্ত হয়েছেন ৯ জন। সেখানকার একটি পরিবারের দুটি শিশু সহ তিনজন আক্রান্ত হয়েছে করোনায়।

জেলা স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবার রাতের রিপোর্ট অনুযায়ী খড়্গপুরে ২২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ৩২ নম্বর ওয়ার্ডের একটি পরিবারের ৫ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। অন্যান্য আক্রান্তদের মধ্যে দমকলের কর্মী, মাংস বিক্রেতা অন্যান্য ব্যবসায়ীও রয়েছেন। ঝপেটাপুর রেল আবাসনের একই পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য ভবন প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *