স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ নভেম্বর: রানাঘাট এক নম্বর ব্লকের বিদ্যানন্দপুরে একটি রেশন দোকান থেকে মাল পাচার হচ্ছে এমনই অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তাদের দাবি, মোটর ভ্যান করে পাচারের সময় তারা বেশ কিছু চাল ও গম ভর্তি বস্তা আটক করে। এরপর প্রবল বিক্ষোভের মুখে পড়ে রেশন ডিলার মঞ্জু রানী মন্ডল ও তার পরিবারের লোকেরা। অভিযোগ, মঞ্জু রানী মন্ডলের নামে রেশন দোকানটি হওয়া সত্ত্বেও যাবতীয় দেখভাল করত তার মেয়ের ছেলে নাতি বিশ্বজিৎ বিশ্বাস। গতকালের গ্রামবাসীদের ওঠা অভিযোগের ভিত্তিতে আজ ওই রেশন দোকান সিল করে দিল রানাঘাট মহকুমা ফুড কন্ট্রোলার।
এদিন সরকারি দপ্তরের লোকেরা এসে “দোকানটিকে বরখাস্ত করা হল” বলে পোস্টার মেরে দিয়ে সিল করে দিয়ে যায়। ওই রেশন দোকানের বিরুদ্ধে অভিযোগ, গত তিন মাস ধরে সাধারণ মানুষকে ঠিকমতো রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল না। সূত্রের খবর, গতকাল ও আজ কী ঘটনা হয়েছে তার তদন্ত করে দেখার পরই আগামীদিনে রেশন দোকানটি সম্পর্কে সিদ্ধান্ত নেবে খাদ্য দপ্তর। সেই কারণে জন্য রেশন দোকানটিকে আপাতত সিল করে দেওয়া হল।