‘একটি দুর্লভ ছবি! শাহজাহান ও মীরজাফর,’ সচিত্র পোস্ট সুকান্তর

আমাদের ভারত, কলকাতা, ৬ জানুয়ারি: “যদিও ইতিহাসের পাতায় এদের দুজনকে একসাথে পাওয়া যায়নি, তবুও আজ রাজনৈতিক প্রেক্ষাপটে এই ছবিটি দৃষ্টান্তমূলক… কারণ এই শাহজাহান দেশ এবং দশের ক্ষতি করতে উদ্যত এবং পাশের জন বাংলার মানুষের প্রতি করা অন্যায় ও গদ্দারিতে ইতিহাসের মীরজাফরকেও হার মানান…।”

এই মর্মে লেখা একটি দুর্লভ ছবি, শাহজাহান ও মীরজাফর’ শিরোনামে এক্স হ্যাণ্ডেলে শেয়ার করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিচে লিখেছেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেস। এই সঙ্গে লিখেছেন ‘হ্যাশট্যাগ শেমঅনমমতাব্যানার্জি’ এবং ‘হ্যাশট্যাগ শেমঅনটিএমসি’।

অপর একটি পোস্টে সুকান্তবাবু শাহজাহানের ডেরায় স্তূপীকৃত ত্রিপলের ভিডিও সংবাদ যুক্ত করে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বাংলায় কোনো নতুন শিল্পের সূচনা করতে ব্যর্থ হয়েছে, তাঁর তৃণমূল সরকার নিজেই দুর্নীতিকে একটি শিল্পে পরিণত করেছে। তাই, অভাবীদের ত্রাণের জন্য ত্রিপল শাহজাহানের মতো টিএমসি-সমর্থিত গুন্ডাদের ছায়া দিচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *