পশ্চিম মেদিনীপুরে বিরল ঘটনা! শিমুল গাছ দত্তক নিল বিদ্যালয়

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: লাল রঙের শিমুল ফুলের গাছ প্রকৃতিতে স্বাভাবিক হলেও, হলুদ রঙের শিমুল ফুল প্রকৃতির বিরল সৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলায় সেই হলুদ শিমুল ফুল গাছের হদিশ মিলেছে। তার সংখ্যা মাত্র এক।

জেলার কেশপুর ব্লকের তেঘরি এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠোনে রয়েছে একটি হলুদ শিমুল ফুলের গাছ। বুধবার সেই বিরল হলদে শিমুল গাছটিকে ‘প্রীতির বন্ধনে’ আবদ্ধ করে দত্তক নিল স্থানীয় ‘তেঘরী উচ্চ বিদ্যালয়’। মূলত বিরল গাছ রক্ষার জন্য বিদ্যালয়ের এই উদ্যোগ। এদিন ধামসা, মাদল সহ গ্রামীণ লোকাচার মেনে, গাছে জল দিয়ে পুজো অর্চনা করে শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা লাল বেরি পড়িয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ করল বিরল গাছটিকে। প্রদীপ জ্বেলে গাছটির দীর্ঘায়ু কামনা করলেন গৃহকর্তী সহ পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, গতবছর এই গাছটি এক ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেন গৃহ কর্তা। স্থানীয় তেঘরী বিদ্যালয়ে খবর পৌঁছালে শিক্ষক হেদায়তুর রহমান খান বিরল গাছটি রক্ষার্থে উদ্যোগী হন। রাজ্য বন দফতরের সহায়তায় সেবার রক্ষা পায় গাছটি। এদিন তেঘরী উচ্চ বিদ্যালয় আত্মীয়তার বন্ধনে গাছটিকে দত্তক নিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী ঘনা জানিয়েছেন, “যতদিন বিদ্যালয়ে থাকবে, ততদিন গাছটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তাঁদের। এমনকি এর বীজ থেকে বংশ বিস্তার ঘটিয়ে বেশি সংখ্যক গাছ প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করবেন তাঁরা। ইতিমধ্যেই, এই গাছের দুটি চারা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পার্কে লাগানো হয়েছে, সে দুটি বেশ বড় হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *