জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পেট্রোল, ডিজেল, জ্বালানি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে সারা দেশজুড়ে বনধ পালন করছে বামপন্থী এবং তার সহযোগী সংগঠন সমূহ। কিন্তু বাংলায় বনধ নিষিদ্ধ। এরাজ্যে তৃণমূল কংগ্রেস বামপন্থীদের দাবিগুলো মানলেও বনধের বিরোধী। তাই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে পথে নেমে মিছিল মিটিং করে প্রতিবাদের পথে নেমেছে তৃণমূল এবং তার শাখা সংগঠন। আজ মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে মেদিনীপুর কলেজ মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের করে শহর পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে মোদীর কুশপুতুল দাহ করা হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, ছাত্র নেতা আরবাজ হোসেন সহ প্রায় হাজার তিনেক ছাত্রছাত্রী। পাশাপাশি মেদিনীপুর শহর যুব ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের বিদ্যাসাগর হল থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, কাউন্সিলর সুসময় মুখার্জি, জেলা যুব সভাপতি সন্দীপ সিং সহ অন্যান্য নেতৃত্ব।