পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল খালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তাতারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাংরুল থেকে তাতারপুরে যাওয়ার রাস্তায় ওই গাড়িটি দুই ব্যক্তিকে প্রথমে ধাক্কা মারে। সেখান থেকে গাড়িটি দ্রুত গতিতে আসার চেষ্টা করলে সেখানকার স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে। অবশেষে গাড়িটি রাস্তার বাঁকে ঠিকমত ঘুরতে না পেরে দুরন্ত গতিতে রাস্তার পাশে থাকা খালে নেমে যায়। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানান স্থানীয়রা।
যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গায় প্রত্যেকদিন সিভিক ভলান্টিয়াররা দাঁড়িয়ে তাদের কাজ করে থাকেন, সেই মতো আজও এক সিভিক ভলান্টিয়ার তার কর্তব্য পালন করছিলেন সে তখনই লক্ষ্য করে একটা গাড়ি দুরন্ত গতিতে আসছে, দৌড়ে কিছুটা সরে যায় এবং কোনক্রমে প্রাণে রক্ষা পায় সে।
প্রায়শই ঘটছে দুর্ঘটনা। দুরন্ত গতির বলি হচ্ছে একাধিক সাধারণ মানুষ। তবুও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের।