স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ এপ্রিল:
ডিউটি শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। সূত্রের খবর, রানাঘাট পুলিশ জেলার ডিআইবি দপ্তরের কর্মী সমীর পাল নামের ওই পুলিশ কর্মী বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বাইক চালিয়ে কৃষ্ণগরের কোয়ার্টারে ফিরছিলেন। পথে তাহেরপুর থানার খামার শিমুলিয়া এলাকায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে একটি লর নিয়ন্ত্রণ হারিয়ে সমীর পালের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে তাহেরপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া।

