জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর কুলিগেড়িয়া বাইপাসে পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন।
জানাগেছে, দাঁতনের দিক থেকে বেলদার দিকে আসছিলেন, গৌতম সিট নামে, বেলদা থানায় কর্মরত ওই পুলিশ কর্মী। দ্রুতগতির কোনও গাড়ি পেছন থেকে বেলদা থানার ওই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারলে রাস্তা থেকে প্রায় ২০-২৫ ফুট দূরে ছিটকে পড়েন ওই পুলিশ কর্মী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাড়িটির খোঁজ চালাচ্ছে।