সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১৮ এপ্রিল: কিছুদিন আগে নারকেলডাঙা থানার কোয়ার্টারে থাকাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন বড়তলা থানার এক পুলিশকর্মী। এ বার করোনা আক্রান্ত হলেন গার্ডেনরিচ থানার এক পুলিশকর্তা। শুক্রবার রাতে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ অাসে। তাঁকে এমআরবাঙুর হাসপাতালে রাখা হয়েছে। তাঁর করোনা সংক্রমণ হলে থানার অনেককেই কোয়ারেন্টাইনে পাঠাতে হবে বলে আশঙ্কা প্রশাসনের। কি ভাবে তিনি সংক্রামিত হলেন, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য ভবনের এক কর্তাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ। গত কয়েকদিন ধরেই তাঁর জ্বর-সর্দি-কাশির মতো করোনার উপসর্গ ছিল বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তার লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে বলে খবর। যদিও স্বাস্থ্য ভবনের তরফে এ ব্যাপারে সরকারি ভাবে এখনও কিছু বলা হয়নি।