সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ অক্টোবর: বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালোপুর এলাকার যশোর রোডে।
সূত্রের খবর, এদিন স্কুটি চালিয়ে তিনি চাঁদপাড়ার বাড়ি থেকে বনগাঁর বাড়িতে ফিরছিলেন। সেই সময় একটি পণ্য বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে। হাসপাতালে পৌছানোর আগেই সব শেষ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই পুলিশ আধিকারিকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চাঁদপাড়া এলাকায় তাঁর পৈত্রিক বাড়ি। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে বনগাঁয় থাকেন। শনিবার ডিউটি সেরে তিনি চাঁদপাড়ার বাড়িতে গিয়েছিলেন। রবিবার ভোরবেলা স্কুটি চালিয়ে বনগাঁয় ফিরছিলেন। যশোর রোডের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি। কালুপুর এলাকার কাছে দ্রুতগতিতে একটি পণ্যবাহী গাড়ি ওই বাইকটিকে ধাক্কা মারে। ওই পুলিশ আধিকারিক রাস্তায় ছিটকে পড়েন। স্কুটির সামনের দিকটি সম্পূর্ণ ভেঙ্গে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন বনগাঁ থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা। বিশ্বজিৎ চক্রবর্তীকে উদ্ধার করে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে বনগাঁ পুলিশ জেলা ওয়েলফেয়ার কমিটি তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছায়। দুঃসংবাদ পাঠানো হয় পরিবারের সদস্যদের। পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যান। কান্নার রোল ওঠে পরিবারের সদস্যদের মধ্যে। গাড়িটির খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই পুলিশ কর্মী কাজে অত্যন্ত দক্ষ ছিলেন বলে খবর। মর্মান্তিক ঘটনায় পুলিশ মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

